15 August 2022
***স্বাধীনতা*** **বিচস** স্বাধীনতা দিবস! স্বাধীনতা নিয়ে কবিতা? আকাশ ছোঁয়া স্বপ্ন-- স্বাধীনতা কথাটা খুব সহজেই বলা যায়? ঠোঁটের আগায় খুব সোয়াদ আনে। উচ্চারণে কোন বাধা মানে কি? হ্যাঁ মনে আছে। আজ ভারত স্বাধীন। ...তখন খুব ছোট, স্কুল, পাড়ার ক্লাব সর্বত্র এই দিন ভারত পতাকা তোলা জাতীয় সংঙ্গীত-- জনগনমন-- এক সুরে সুর মেলান। বন্দে.... মাতরম্... লজেন্স, বিস্কুট কিংবা লাড্ডু একটা অন্য রকম অনুভূতি! আজ এই সময় বোঝা মুস্কিল জোর করে চাপানো। ঘর ঘর তিরঙ্গা-- ঝান্ডা উঁচা রাহে হামারা... বন্দে....মাতরম্.....