15 August 2022



শিরোনাম-- স্বাধীনতা
কলমে নীলিমা বিশ্বাস পাল


স্বাধীনতা দিবস দেশব্যাপী এক পরম কাঙ্খিত দিন
এই স্বাধীনতা কোন এক দিনে অনুনয় বিনয়ের মধ্যে আসে নি।
ভারত মাতার বীর সন্তান রক্তের বিনিময়ে, এনেছে স্বাধীনতা।
পরাধীনতার বেড়াজাল থেকে মুক্তি পাবার আশায় জেগেছে স্বাধীনতার আকাঙ্খা।
বিদ্রোহের আগুন জ্বেলে প্রথম শহীদ হলেন মঙ্গল পান্ডে।
দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছে বিদ্রোহের আগুন।
দেশপ্রেমের আগুনে আত্মাহুতি দিয়েছেন ক্ষুদিরাম বোস,বিনয় বাদল দিনেশ সূর্য সেন,ভগৎ সিং।
স্বাধীনতা দিবস আনন্দের দিন
এদিন দেশবাসীর বহুকাল লালিত মুক্তি ও সংগ্রামের অঙ্গীকারের ভাস্বর।
দেশের সর্ব প্রান্তে তেরঙ্গা পতাকা উড়িয়ে দেশ মাতৃকার বন্দনায় পথে নেমেছে সাধারণ মানুষ।
বাস্তবতা হলো যে দুঃখী মানুষের ভাগ্য থেকে গেছে অপরিবর্তনীয়।
সমাজ ব্যবস্থা আজ মুখ ধুবড়ে পড়ে আছে।
সারাজীবন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির থাবা,
সব জায়গায় শৃঙ্খলতার অভাব,
স্বার্থান্বেষী মানুষ মেতে উঠেছে ক্ষমতা শালী হবার প্রতিযোগিতায়।
বেকারত্বের জালে আবদ্ধ যুবক বেছে নিচ্ছে সন্ত্রাস আর ড্রাগ এর মরণ নেশা।
অজস্র রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন চোরা বালির স্রোতে পথ না হারায়।
এই স্বাধীনতা দিবস দিনটি আমাদের আত্ম সমালোচনার দিন,হিসেব মেলাবার দিন, আত্ম জিঙ্গাসার দিন।
স্বাধীনতা সংগ্রামী দের উদ্দেশ্যে জানায় আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি।


Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )