15 August 2022



প্রেম দিবস
..................
      প্রিয়াঙ্কা মুখার্জী
দিনটা ছিল ১৪ই ফেব্রুয়ারি, কথামতো রাত ন'টায় কেশবের দিয়ে যাওয়া চিঠিটা চাঁদনী রাতে লাল কাশ্মীরি শালটা গায়ে দিয়ে পড়বে.... আর্ ঠিক সাড়ে নটায় আসবে কেশবের ফোন... ঠিক নটার ঘন্টা বাজতেই চিঠিটা খুলেই ফেলল "কবিতা ওই যে ডালকে শিকারাটায় অথবা গুলমার্গ , শোনমার্গ ,শ্রীনগর সব জায়গায় তোমায় খুজে পেয়েছি, ভারতবর্ষ আমার মা আর তুমি আমার কাশ্মীর... সেই কাশ্মীরকে কেউ যদি আমার বুক থেকে ছিনিয়ে নেয় আমি আমার শেষ রক্তবিন্দু দিয়েও রক্ষা করব... ভারত মাতার বীর সন্তান হিসেবে কথা দিচ্ছি....
        পরেরবার যখন যাব তোমার জন্য মঙ্গলসূত্র নিয়ে যাব"...
           হঠাৎ ফোনটা বেজে উঠলো, ঘড়িতে ঠিক সাড়ে নটা... সেই ছোট্টবেলা থেকে অপেক্ষার আজ অবসান... ওদিক থেকে ভেসে এলো "আজ বিকেল সাড়ে পাঁচটায় পুলওয়ামা জেলায় জম্মু-কাশ্মীর জাতীয় সড়কে এক নিরাপত্তা কর্মীদের গাড়িতে উগ্রপন্থীদের হামলায় ৪০ জনই মারা গেছে, তাদের মধ্যে উত্তরপ্রদেশের কেশব শর্মাও ছিলেন.."
     রিসিভারটা হাত থেকে পড়ে গেলো, কবিতার স্বপ্ন গুলো ভেসে গেলো ডাললেকের  জলে,প্রেম দিবসে ভারতমাতার বুক থেকে ঝরে পড়লো অসংখ্য লাল গোলাপ ...


Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )