15 August 2022



স্বাধীন তবুও পরাধীন 
কলমে- বাসুদেব মজুমদার

স্বাধীন, স্বাধীন, স্বাধীন,
নইকো মোরা পরাধীন।
আত্মগ্লানির নিকট হইতে 
মোরা হব না তো কভু হীন।
পরাধীন ভারতে ইংরেজ হঁটাতে
বীর শহীদরা হয়নি দীন।
আমরা তবুও পরাধীন কারণ-
নরক যন্ত্রণা ভোগের ভাবনায় 
হতে পারছি না স্বাধীন।
দিন যত যায়, রাত যত যায়
যায় মাস, বছর প্রতিক্ষণ,
তবুও আমরা তাদের দাসত্বের বাঁধনে
হতে পারি নাই বন্ধনহীন।
সজাগ দৃষ্টি দাও হে বীরপুরুষ 
মিনতি তোমাদের পরে--
তোমাদের চলার পথে চলতে পারি যেন,
পরাধীন মনকে করতে পারি স্বাধীন।।

মীরবাজার, বাগানপাড়া
পশ্চিম মেদিনীপুর


Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )