15 August 2022



কবিতা:-স্বাধীনতার ইতিবৃত্ত
কলম:-অরিজিৎ ঘোষ 

স্বাধীনতা-পরাধীনতার চক্কোরে সাদা-কালোর টক্করে একটা লড়াই,আবহমান,,,,,,
পৃথিবীর পুরনো ইতিহাস,বর্তমান একই কথা বলে,
চিরকাল চোখের জলে বুক ভেজে আর রক্তে ভেজে মাটি,
ক্ষমতার প্রলয় কাণ্ডে দুর্বলের হাহুতাশ,নাভিঃশ্বাস,
একদল মানুষ সোনালী রোদের স্বপ্ন দেখে,
এই হলো স্বাধীনতার প্রত্যাশিত প্যানাশিয়া।
এখন লড়াইয়ের রং গেছে পাল্টে,
সারা দুনিয়া জুড়ে শুধু বাণিজ্যের ভূত,
অগোছালো সীমারেখায় শুধু একদল চুষে খায় গোটা দুনিয়ার মানুষের কাঙ্খিত নির্যাস,
যুদ্ধ চাই,যুদ্ধ ছাড়া মানুষ বাঁচতে পারেনা,বাঁচতে জানেনা,
তবে যেভাবেই হোক দাসত্বে বাঁধা পড়ে টলমলে মানুষ।
যাইহোক,,,,,,
এ দেশটাকেও খুবলে খেয়েছিল তিনশোটা বছর,
নেহাত কম কথা নয়,
স্তাবক আর তোষামোদকারীদের ওপর ভর করে চলেছিল তাদের ধান্দাবাজির রাজ্যপাট,
ভারতীয় সৈন্য লড়ে গেল বিশ্বযুদ্ধে প্রভুর বিশ্বস্ত ভাড়াটে সৈন্য হিসেবে,ইংরেজের মুখোশ পরে।
এদিকে দেশে কতগুলো তরুণ বেঘোরে প্রাণ দিল ফাঁসিকাঠে আর স্বদেশী-বিদেশীর গুলিতে,
দেশের মাটি ভিজে গেল তাদের রক্তে।
কি অদৃষ্টের পরিহাস,ইংরেজের ভাড়াটে ভারতীয়রা মারলো কতক দেশ ভালোবাসা মানুষকে,
কিছুটা বাছাবাছি করেই,
এক নক্ষত্র জেগে উঠেছিল আকাশের মাঝে,
শুরু হলো লড়াই ইংরেজ হঠাও, 
হঠাৎ নিভেও গেল,হারিয়ে গেল,এক অসমাপ্ত রহস্যের মহাকাব্য,
তবু সেই আঁচেই লালমুখো গোরারা ছাড়লো দেশ,
তাদের টুকরো করা গাণিতিক কৌশলে আজও যুদ্ধ চলছে সীমান্ত পারে,
তবু আর বৃথা তর্ক নয় আমরা স্বাধীন,
আমরা স্বাধীন যতই তালগোল পাকাক আমাদের দেশীয় জীবন।
দেশ খাচ্ছে দেশের মানুষ,লুটের স্বর্গরাজ্য,
তবু আমরা স্বাধীন তো বটে হে হে হে,,,,,,,,


Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )