15 August 2022



ফিরে দেখা স্বাধীনতা
রাজা চক্রবর্তী

বউ আমার জন্য বাইরে অপেক্ষায় নেই ।
ছেলেটিকে কোলে নিয়ে নিশ্চয়ই পাড়া টোকলাতে গিয়েছে । 
পুটু দের বাড়ি, অথবা গঙ্গা দেবীর বাড়ি । 
আমি যে ফিরব সেটা হয়তো জানেই না তারা ।
ওই দেখ ভেড়ার দল, নরম লোমের দেহ ।
কতগুলো মুখস্ত মানুষের সঙ্গে দেখা,
তারা আমায় দেখে, কিছু বলছে না ।
বাড়ির সামনে টা একটু এলোমেলো লাগছে,
আমি ভেবেছি অনেকদিন বাদে এসেছি, তাই এমন ।
ছেলে বউকে ডেকেও সাড়া পাচ্ছি না ।
একটি রাজহাঁস ভেজা শরীরে সামনে এলো ।
তবে কি বউটি রাজহাঁস ?
সবুজ মাঠের কোনে সূর্য হাসছে, সুনীল আকাশ !
ঠিক যেন আমার শিশুটি হাসি ।
অনেক রক্ত ক্ষয়ী যুদ্ধ হয়েগেল, 
অনেক রক্ত গেল, গেল অনেক প্রাণ ।
শিমুল তুলোর মতন আকাশে বাতাসে ছড়াল কত সোনা রুপার অলংকার ।
কারো দুটো হাত, দুটো পা, কাটা গেল ।
রক্তের বন্যা বইল, তবু ব্যথা অনুভব হয় নি ।
ফুলের নোলক পরা বোনটিকে কোথাও দেখছি না ।
কাঁচা ঘরের বারান্দা হয়েছে আজ 
দূর্বা ঘাসের গালিচা ।
ছোট ভাইয়ের নাম ধরে ডাকেও সাড়া পেলাম না ।
ঘরের ছাউনির পিছে কলা গাছ গুলো থেকে এক খালি কলার ফাঁনা মাটিতে ছুঁয়েছে ।
তার পিছনে দেখতে পাই,  ঘরের ঠিক পশ্চিম কোণে একখানি পতাকা ।
দক্ষিণের হাওয়াতে উড়ছে স্বাধীনভাবে ।
তবে কি...?
আমার বউ..,?
আমার ছেলে..,?
ছোট্ট ভাই, আর নরম হাসিখুশি বোন তারা কি... ?
ঐ স্বাধীন পতাকা ।
আর আমার ভাঙ্গা ঘরের বারান্দা তবে কি তাদের সমাধি ? তবে কাদের জন্য যুদ্ধ ?


Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )