15 August 2022
শিরোনাম: অস্তমিত সূর্য
কলমে: বিমান বিশ্বাস
তারিখ:১৩_০৮_২০২২
আজ ধ্বংসের ইতিহাস লেখে স্বাধীনতার সূর্য
হারিয়ে গেছে যৌবনের সব শৌর্য বীর্য।
পদতলে বসে কাঁদে নিপীড়িত জনগণ
কাঁদে না তবু শোষকের মন।
টাকায় বিক্রি হয় স্বাধীন চেতনার আশায় বিষয়
শান্তিকামী মানুষেরা দিন কাটায় দুঃষহ বেদনায়।
খিদের ডংকায় ভাষারা গেছে হারিয়ে
তাই,মায়ের চোখের জল ভূমিতে পড়ে লুটিয়ে।
কিষানের লাঙ্গলে বলে আর না মনের ব্যথা
টাকার গোলাম কিনে নিয়েছে তার কথা।
জ্বলে ছাই হয় স্বাধীনতার সুখ লোভের দাবানলে
মেকি দেশ প্রেমিকেরা সর্বদা থাকে মগজ ধোলাইয়ে তালে।
দেশের জন্য স্বেচ্ছায় দিয়েছেন যারা বলিদান
পায়নি তারা আজও তাদের রক্তের সম্মান।
বিপন্ন আজ স্বাধীনতা,অস্তিত্ব তার বিলুপ্ত প্রায়
তাই, অনুশোচনায় দগ্ধ হয় ভারত মাতার হৃদয়।
আমিত্বে ভরা লুটেরার হিংস্রতার আগুনে ছোবলে
আত্ম সুখের আদিম নেশায় স্বাধীনতা আজ তাদের কবলে।
করো নাকো ভয় জেগে ওঠো সবাই মুক্তি পাবে স্বাধীনতা
ভাঙবে শিকল মুক্ত হবে ভয় জয়ী হবে জনতা।
© বিমান
Comments
Post a Comment