15 August 2022
# স্বাধীনতা তুমি আমাদের নও#
শিখা ভট্টাচার্য্য
১০/০৮/২২/
৭৫ টা বছর হয়ে গেল স্বাধীনতা তোমার,,
মালতীর গভীর কালো বিষাদে মাখা চোখ দুটিতে ভেসে উঠলো মায়ের কাপড়ের মতো পতপত ক'রে ওড়া
সেই -- তেরঙ্গা পতাকা।
স্কুলের মাঠ ,আর বন্ধুদের কথা।
আগামীর পথ ছিল সংকটময় --
দরিদ্র পিতার বন্ধ কারখানা,,
সংসারের অনটন --
তাই সেভেনের পড়া শেষ ক'রে তার জীবন বন্দী হলো
এক কঠিন চক্রব্যুহে -- অতএব পরিচয় এক কাজের মেয়ে!
মালতী জানে,,
পরাধীন দেশ অপেক্ষা করেছিল তার বুকে উড়বে সগর্বে একদিন আপন নিয়মে স্বাধীন দেশের পতাকা।
আসবে নতুন ভোর , মানুষের চেতনায় রাঙিয়ে যাবে মুক্তির আলো ,,
আশেপাশে ছড়িয়ে পড়বে স্বাধীনতার সৌরভ --
শোভা দিদিমণি বলেছিল একথা গুলো।
আজও কানে বাজে মালতীর ,,
শোভা দিদিমণির দৃপ্ত কন্ঠে বলা নেতাজীর সেই অমোঘ বাণী!
" তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো।"
যে বাণীতে মিশে ছিল দৃপ্ত কন্ঠের শপথ!
ছিল দেশমাতৃকার পরাধীনতার শৃঙ্খল উন্মুক্ত করার সাধনা ।
সেই অমোঘ বাণীকে বুকে ক'রে কতশত তরুণ যুবার
রক্তের বিনিময়ে পেয়েছি আমরা ওই তেরঙ্গা।
বলেছিল একথা শোভা দিদিমণি।
মনে পড়ে আজও শোভা দিদিমণির ছলছল চোখে আবেগভরা হৃদয়ে সেই অমোঘ শব্দের অনুরণন --
স্বাধীনতা মানে-
"নেতাজী, ক্ষুদিরাম,ভগৎ সিং মাষ্টার দা!
স্বাধীনতা মানে--
শত সহস্র তরুণ যুবার রক্ত লেগে থাকা ওই তেরঙ্গা পতাকা!
স্বাধীনতা মানে-
জাতির ঐক্যের মিলন গাথা।'"
মালতীর যন্ত্রনার দীর্ঘশ্বাসে উঠে আসে করুন বেদনারা ,,
তার বেদনা ভরা দুঃখরা চিৎকার ক'রে বলতে চায় --
না স্বাধীনতা!
তুমি পরিশ্রমের পথ বেয়ে চলা অভুক্ত মানুষের জন্য নও!
নও তুমি আমাদের মতো স্বপ্নহারা মেয়েদের জন্য!
তুমি শুধু তাদের -
যারা প্রতিনিয়ত লক্ষ কোটি গরিবের ঘাম ঝড়া
রক্ত লুটে খায় তাদের জন্য --
হ্যাঁ -- তুমি শুধু তাদেরই জন্য।
Comments
Post a Comment