15 August 2022



সুজিত ও স্বাধীনতা/সীমা সোম বিশ্বাস 

 "ছোলা -বাদাম চাই, ছোলা সেদ্ধ চাই"? দিদি দাদা আপনার চাই ছোলা বাদাম ?এমনি করেই হাঁকতে হাঁকতে ট্রেনের এ কামরা থেকে ও কামরা  পেরিয়ে ,আবার আর একটা ট্রেন! এভাবেই দিন চলে যায় সুজিত দেবনাথের, যার বাস রানাঘাট । তার যে বড় দায়- সংসারে আছেন বৃদ্ধা মা,  দুটি সন্তান আর স্ত্রী ।এতগুলো চোখ মুখ তার পানে চেয়ে থাকে। তাই সে সকাল ন'টা থেকে বিকেল অবধি ছোলা চাই-ছোলা চাই হাঁকতে থাকে এ প্লাটফর্ম থেকে ও প্লাটফর্ম, স্টেশন থেকে আরেক স্টেশন এমনি করেই দিন চলে যায় !

কিন্তু হঠাৎ সেদিন  তার "চাকদহ" নামে কোন  স্টেশনে পায়ের চটিটা খুলে যায় । এই চলার পথে চটি তো চাই। সে কি করবে! তার এক সহকর্মীকে ডেকে বলছে, "এই শুনছিস এই শুনছিস, তুই না আমার এই ঝুড়িটা কৃষ্ণনগরে নামিয়ে দিবি। ঐ দোকানের সামনে রাখবি। আমি চাকদহে নেমে আমার চটিটা নিয়ে পরে ঝুড়ি  নিয়ে আসব"। এটা  ট্রেনের যাত্রীরা অনেকেই  শুনছিল এবং তার দিকে তাকাচ্ছিল । হঠাৎ এক যাত্রী  (নাম প্রকাশে অনিচ্ছুক) বলল, "ভাই তোমার  পায়ে জুতো না চটি পড়ে গেছে, আমি যদি কিছু পয়সা দিই। তুমি একটা  চটি কিনে নিও। আবার  এভাবে নামবে"! সুজিতের উত্তর না দিদি আপনাকে দিতে হবে না। আমি ওটা  পেয়ে যাবো, কে আর নেবে ঐ চটি! যাত্রী বললেন,  কি আছে ভাই তুমি তো এতো পরিশ্রম করে সংসার চালাচ্ছো । কোন দিদির কাছ থেকে যদি সামান্য কিছু নাও ক্ষতি কি? তোমাকে দিচ্ছি নাও না ভালোবেসে দিচ্ছি। সুজিত আর না করতে  পারলো না! তখন হাসিমুখে তার সেই দান গ্রহণ করল। তারপর যেতে যেতে সেই যাত্রী এবং সুজিত তার সংসারের কথা বলল। সেই যাত্রীরা তখন বলল তোমার সততা তোমার এই যে সংসারের প্রতি একাগ্রতা তোমাকে ঠিক  চালিয়ে নিয়ে যাবে। চিন্তা করো না  ভাই ।

এতো একটা সুজিতের গল্প গেল। সুজিত ভালো মানুষ মনে হলো। তারপরের স্টেশনে আসতে না আসতে ছোলা বাদাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সুন্দর করে দিয়ে বলছে ,"দিদি এটা তোমরা খাও" (বলা বাহুল্য কথকের সাথে তাঁর বোন ছিল) । যাত্রী তখন ভাবলো সুজিতের মধ্যে  মানবিকতা আছে,  মনুষ্যত্ব আছে। তাই সে তার দানের বিনিময়ে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা জড়ানো  ছোলা বাদাম খেতে দিচ্ছে। খাওয়া না খাওয়া তো তার উপর নির্ভর। কিন্তু এই যে মনুষ্যত্ব এটা  কজনের থাকে?  ভাবতে অবাক লাগে স্বাধীনতার ছিয়াত্তরে  বছরে পা রেখেও এরকম হাজার হাজার সুজিত দিনোপাত করে জীবন ধারণ করে পরিবারের ভার গ্রহণ করে।
এরা স্বাধীনতার মানে  কি বুঝবে?  অন্যদিকে আমাদের শাসক নামক শোষকের দল   দুর্নীতির মুখ ঢাকতে সমাজ কর্মীর মুখোশ পরে! হায়রে ভারত বর্ষ হায়রে স্বাধীনতা ! কবে হবে সত্যিকারের স্বাধীন ভারতবর্ষ? কবে ভারত বর্ষের সকল সুজিত জেগে ওঠে বলবে' "আমরা ভালো আছি, আমরা টিকে নয় ; বেঁচে আছি।" 

.....................
.


Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )