15 August 2022
বিভাগ-কবিতা
কবিতার নাম-শুভ লগ্ন
কলমে-শ্রীরাজদীপ
তারিখ-১৩/০৮/২০২২
***********************
আষাঢ় আকাশ নিয়েছে বিদায় শ্রাবণ এসেছে ফিরিয়া।
ঘন কালো মেঘ গরজে গগনে ধরণী রয়েছে ঘিরিয়া।।
ক্রমে ক্রমে আসে পুর্নিমা তিথি ঝুলন রাখীও সাথে।
ঝুলন লীলা খেলিবে মাধব মাধবীরে পাশে রেখে।।
জোছনার আলো সাজাবে গগনে শশী উপগ্রহ রাতে।
পুবদিক হতে পশ্চিমে হেলিবে ম্লান হবে ভোরে প্রাতে।।
কৃষ্ণ ঝুলনলীলা বর্ণিবে আর্য্য রাস মান জন্মলীলা।
পাঁড়ুদা বসতি বৃন্দাবন হবে ব্রজধামে গোপীখেলা।।
যেখানেই যত আছেন ভক্ত জন তাদের করি নিমন্ত্রণ।
পুর্নিমা তিথিতে এসো উৎসবে সাজাইতে বৃন্দাবন।।
দ্বিপ্রহরে হবে গোবিন্দের সেবা অপরাহ্নে গীতা পাঠ।
যুগ হতে যুগে ভগবৎলীলা শ্রবণ করিবে তারই সাথ।।
সজ্ঞানে মানব জীবনে করমে যতখানি পাপ করে।
একবার শ্রীকৃষ্ণ চৈতন্য বলিলে সকল পাপ যাবে দুরে।।
শ্রীঝুলন লীলা নয়নে হেরিলে পাপ তাপ যাবে মুছে।
প্রলয়ের স্রোত নীল জলোচ্ছ্বাস একে একে যাবে ঘুচে।।
Comments
Post a Comment