15 August 2022



স্বাধীনতা ভীত সন্ত্রস্ত
কলমে -বন্দে বন্দিশ (বন্দনা 


আবারো আসছে স্বাধীনতা গুটি গুটি পায়ে 
বেশ'তো আসছে ফিরে বছর ঘুরে ঘুরে 
যারা দিয়েছিলো রক্ত, আনতে স্বাধীনতা
ভেঙে দিয়ে শৃঙ্খল মাতৃভূমির পরাধীনতা,
তারা আজ বিস্মৃতি তলে।
 বিপ্লবী ইতিহাস চাপাপড়ে শহীদবেদী মুলে।
 স্বৈরাচারীর স্বৈরাতন্ত্র দিকে দিকে ব্যাভিচার,
 স্বাধীনতা নাম নিয়ে চলেছে নিয়ত অনাচার।
 গণতন্ত্রেরর বার্তা এনেছিল যে সফেদ কবুতর
 যে তিরঙ্গা নিশান জাত ও জাতির নিয়েছিল দায়ভার,
 যে বন্দে মাতরম ধ্বনি আকাশ বাতাস মুখরিত
 সে আমার স্বপ্নের ভারতবর্ষ আমরা গর্বিত।
 পঁচাত্তর বছর আজ শংঙ্কিত কিছুটা বিস্মিত।
 স্বাধীনতা কি দেখছো? কি ভাবছো?
 কত স্তুতি কত প্রলাপ-বিলাপ ঝরছে অবিরত?
 পঁচাত্তর বছর পার করে দিলে ভারতবর্ষে-
 নিজেই কাঁদছো হারিয়েছো সন্তান কতশত।
 দুশো বছরের শোষণ রুখতে নিয়েছিলো শপথ, 
 এনেছিলে আগামীর বাঁধাহীন মসৃন রাজপথ।
 দেখেছো বসুন্ধরা? দেখেছো কি ভারত জননী?
 পাচ্ছে লজ্জা? জাগছে মনে ভয়!কি জানি নি হয়?
 আসছে ফিরে পনেরোই আগস্ট স্বাধীনতার ধ্বনি।
 ওগো আমার ভারত মাতৃভূমি যাদের জন্যে
 হয়েছিলে ক্ষত বিক্ষত যে আঁচল বিছিয়ে দিয়ে
 আপন বুকে দিয়েছিলে আশ্রয় ;
 ভারত ভাগ্যবিধাতার বুক জুড়ে এঁকেছে মানচিত্র
 স্বার্থান্বেষীর লালয়িত জিহবা মাতৃভূমির করছে অপবিত্র।


Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )