15 August 2022
সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লেখা
শিরোনাম--বিধবারাও মানুষ
কলমে--নীতা কবি মুখার্জী
14//2022
মেয়েদের শ্রেণীবিভাগ করেছে মানুষ
যার আছে ভরপুর মান আর হুঁশ।
সধবা আর বিধবা কতো যে বিভেদ
এই নিয়ে সমাজের নেই কোনো ভেদ।
স্বামীহারা বধূটি সহায় সম্বলহীন
সমাজের চোখে সে দীন, অতি দীন।
সধবারা খেতে পারে মাছ,মাংস আর কালিয়া
বিধবার ভাগে শুধু ফলমূল, ডালিয়া।
সাজগোজ, শৃঙ্গারে সধবার অধিকার
বিধবার সাদা থান, আর কি দরকার?
শুভ কাজে হাত দিলে মহা পাপ হয়
একধারে পড়ে থেকে পাপ করো ক্ষয়।
অশুভ আর অমঙ্গলের ছায়া নাকি বিধবা
স্বামীর খেয়েছে মাথা, বাকী আর কিবা?
বিপত্নীক পুরুষের বিবাহে অধিকার
বিধবার মহা দোষ, নাই প্রতিকার।
আমাদের দেবতা বিদ্যাসাগর তুমি
বিধবার বিয়ে দিয়ে, পবিত্র করলে ভূমি।
তোমারে স্মরণ করে বিধবা বিয়ে হয়
অন্যায়, অত্যাচার করলে তুমি ক্ষয়।
যতই আধুনিক হই, তবু মনে শঙ্কা
কি জানি কি হবে, বাবা!, মনেতে আশঙ্কা।
এখন এসেছে যুগ প্রগতি, উন্নতি
বিধবাও বিয়ে করে সুখে থাকে অতি।
ও গো, আমার সমাজের মহান মানুষেরা, শোনো
বিধবা আর সধবা আমাদেরই মেয়ে,জেনো।
Copyright@nitakabi
23/6/2021
Comments
Post a Comment