15 August 2022
কোথায় স্বাধীনতা
ক্ষমা কংসবনিক
স্বাধীনতার আজ পঁচাত্তর বছর |
তবে সত্যিই কি হয়েছে দেশ স্বাধীন? পরাধীনতার চক্রব্যূহে আজও মানুষ,
তবে কেন জয়ের পতাকা হচ্ছে উত্তোলন ?
স্বাধীনতা আছে কি মানুষের চেতনায় ? স্বাধীনতা আছে কি ক্ষুধার্ত পথশিশুর মননে?
স্বাধীনতা আছে কি দারিদ্র্যের এক মুঠো অন্নে?
স্বাধীনতা আছে কি তমশার সড়কে?
তবে কিসের স্বাধীনতা?
আজও লুন্ঠিত, আজও আতঙ্কিত মানুষের হৃদয়,
দাবানলের লেলিহান শিখার মতো ক্রোধে, ঈর্ষাতে বশীভূত আজও মানুষ |
তবে এই কি স্বাধীনতা?
আজো কাঁদে মায়ের কোল, ভগ্ন হয় হৃদয় |
কোন পাষানের বুকের ভেতর অবিরত চলে ঝড়?
আজও ভাসে রক্তগঙ্গা তবে স্বাধীনতা কিসে বল?
স্বাধীনতার স্বাধীনচেতা,তোরা মেরুদন্ড সোজা কর|
বিফলে যেতে দিস না ওরে শহীদের রক্ত |
ওরে বেবুক, অব্যবহার্য, পাষাণ মনুষ্য আছে যত |
এই মরলোকে আন স্বাধীনতা,
চূর্ণ কর পাপের পাহাড়,অন্তরে গড় প্রেমের শৃঙ্গ|
স্বাধীনতা আন এঁটো ডাস্টবিনে,
স্বাধীনতা আন চলার পথে |
স্বাধীনতা আন চেতনায়,
স্বাধীনতা থাক বিবেকের সাথে |
স্বাধীনতা থাক শিক্ষা লেপনে ,
স্বাধীনতা থাক কবির কলমে |
ওরে,বাস্তবিক ধারায় আন স্বাধীনতা,
নয়তো স্বাধীনতা যাবে বিফলে |
Comments
Post a Comment