15 August 2022
কবিতার শিরোনাম:স্বাধীনতা
কলমে:কেয়া কুন্ডু।
তারিখ:১৫/০৮/২১
স্বাধীনতায় লড়তে গিয়ে
মরলো কত মানুষ জাতি,
এখনো তাদের দগদগে রক্ত
লেগে আছে এই মাটিই।
কাঁদিয়ে তোলে মনকে সবার
তাদের কথা ভাবলে,
কত দুঃখ কত যন্ত্রণা
তারা মাথায় করে বইলে।
এখন আছি ভীষণ সুখে
সেই সময় ছিল বড় কঠিন
এখন শুধু ভাবিই কথা
তারা কত ছিল দুখে।
তাদের কথা মনে রেখে
চলতে হবে একসাথে
স্বাধীনতার মূল্যটা কি
বুঝতে হবে তারই সাথে।
হাতে হাত মিলিয়ে দিয়ে
জাত,ধর্ম ছুঁড়ে ফেলে
মানবতার স্বপ্ন ছুঁয়ে
চলবো এমন শপথ নিয়ে।
স্বাধীন ভারত স্বাধীন আশা
নতুন স্বপ্ন নিয়েই বাঁচা
ভাঙতে হবে ঘৃণ্য খাঁচা
ভালোবাসাই চলুক যাচা।
Comments
Post a Comment