15 August 2022



কবিতা----ফিরে এসো নেতাজী
কলমে----রমা মহান্তী

ফিরে এসো হে বীর ,ফিরে এসো,
ফিরে এসো আবার এ ধরাতলে
দেশবাসী আজ ও তোমার পথ চেয়ে,
শুধু এটুকু শোনার অপেক্ষায়
"আমি সুভাষ বলছি"

ফিরে এস হে বীর সৈনিক,ফিরে এসো।
ভারতবাসীর  দৃপ্ত কন্ঠে শোনা যাবে আবার
জয়হিন্দ,বন্দেমাতরম।
আনন্দে কেঁপে উঠবে আবার ভারতভূমি
ফিরে এসো হে জানকী নন্দন,ফিরে এসো তুমি।

তুমি যে শুধু বসু পরিবারের পুত্র নও,তুমি যে
আমাদের সকলের প্রিয় নেতাজী।
তোমাকে চাই,তোমাকে চাই,তোমাকে আবারো চাই।
দেশমাতৃকা আজ ও তোমার জন্য কাঁদে।

তোমার কদমে কদম মিলিয়ে এগিয়ে যাব,হৃদয়
হবে অকুতোভয়,তুমি যে দেশবাসীর কাছে এক
মহাজাগতিক শক্তি।

তুমি হারিয়ে যাবার পর দেশে বসেছে কত কমিশন
তোমাকে পাবার জন্য, তুমি মনে করে ছুটে গেছে
মানুষ পূর্বে পশ্চিমে,উত্তরে,দক্ষিণে।না তুমি ফিরে
আসনি।

তোমাকে চাই,তোমাকে পাবার স্বপ্ন দেখি,
অবিরাম প্রার্থনা করি তোমাকে ফিরে পাবার।
রত্নগর্ভা ভারত আজ শত শিকারীর কবলে,
প্রতিনিয়ত হচ্ছে তার বস্ত্রহরণ।

দেশমাতৃকার এই দূর্দিনে তোমাকে চাই,তুমি
ফিরে এসো,তুমি ফিরে এসো হে ভারত পুত্র,তুমি 
ফিরে এসো, ভারতের আকাশে আবার
ওঠাও নতুন সূর্য।


Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )