15 August 2032
স্বাধীন মন
---------------
শ্রাবনী ঘোষ
আজ স্থগিত থাক, চাপান,উতোর।
"কি পাইনি তার হিসাব মেলাতে মন মোর নহে রাজী", কবিগুরুর গান মনে র মধ্যে বিরাজ করুক।
স্বাধীনতা মানে আবেগ,
স্বাধীনতা মানে অধীনতাহীন মুক্ত মনের হদিশ।
আজ নাই বা হিসাব করলাম,অত্যাচার, অনাচার,অপ্রাপ্তির শূন্যতা।
শুধু চোখের জলে বরণ করি,বরেণ্যদের
যাদের আত্মত্যাগ আর দেশকে ভালোবাসবার বিনিময়ে এসেছে স্বাধীনতা।
মনের মধ্যে অনুরণিত হোক " বন্দে মাতরম"।
উৎফুল্ল হই একথা ভেবে,
"এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়।"
বন্দে মাতরম
Comments
Post a Comment