15 August 2022
'স্বাধীনতা দিবস' প্রসঙ্গে
অর্চনা মহান্তি
--------------------
বহু বছর হল অর্জিত হয়েছে যে স্বাধীনতা,
বিদেশি অত্যাচারের নিষ্ঠুর কবল থেকে ,
সে আজ হারিয়েছে তার আবেগের ব্যাকরণ,
তার মূল্যের মূল্যায়ন।
ঝুটা হোক বা সাচ্চা ,তার প্রয়োজন প্রোথিত ছিল অস্তিত্বের গভীরে,
তা জানে তারা,যারা রক্তবিন্দু দিয়ে রচনা করেছে জাতীয় পতাকার স্বর্গীয় উত্তোলণ,
বিদেশি শাসনের অত্যাচারে অভিজ্ঞ দেশপ্রেমিক বিপ্লবী আর তদানীন্তন ভারতবাসী।
তারপর বহু জল বয়ে গেছে ভারতীয় নদ-নদীতে,
ক্রমশ ম্লান হয়ে এসেছে পরাধীনতার সুবর্ণ স্মৃতি,
ক্ষয়ে যেতে যেতে অবশেষে ছিঁড়ে যাবে যার ইতিহাসের সনাতন পাতা।
তবু আজও উদযাপিত হয় 'স্বাধীনতা দিবস' নিয়মের বেড়াজালে,
কিন্তু কতটুকু শ্রদ্ধায়?
শহিদকে অন্তরের শ্রদ্ধা দিয়ে মনে রেখেছে কতজন ?
কত জন মনে রেখেছে বিপ্লবীদের আত্মত্যাগ?
কতজন আন্তরিক – দেশকে পূর্ণ শ্রদ্ধা নিবেদনে অকৃত্রিম ভালোবাসায় ?
আবার চারদিকে জমে উঠেছে দুর্নীতির জঞ্জালের ঝোপ,
বাতাস দূষিত হচ্ছে অনাচারের,অন্যায়ের , নীতিহীনতার বিষ নিঃশ্বাসে,
দানবীয় অশান্তির ভঙ্গিল পাহাড় উত্থিত হয়েছে শত-সহস্র,
আমরা দেশাত্ববোধক গাই গাইতে ভুলে গেছি বিনম্র প্রেমে
ভুলে গেছি অত্যাচারের বিরুদ্ধে সার্বিক সংহতির নেতৃত্বদানে,
ইত্যাদি বিবর্তিত প্রয়োজনকে,
আত্মমগ্ন স্বার্থ-চিন্তায় ক্রমশ ফেঁপে উঠেছে দুর্নীতির ডাস্টবিন।
আজ স্বাধীনতা দিবস এসে নাড়া দিক জড় মানবিকতার এই সুপ্ত চেতনায়,
আবার দেশপ্রেমীর মহান ত্যাগে, ভালোবাসায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সূচিত হোক নব জাগরণ,
যেমন মাঝে মাঝে উসকে দিতে হয় প্রদীপের সলতে,
দীপ্ত শিখায় জ্বলে উঠে সে পুনর্বার,
শাসক-জনতা নির্বিচারে সকলের কন্ঠে নতুন শপথ ধ্বনি উচ্চারিত হোক নতুন উদ্দীপনায়,
'স্বাধীনতা দিবস' আবার স্বাধীন হোক অনাচারের কলঙ্ক থেকে ,
পবিত্র আবেগে , পূর্ণ মর্যাদায় এক গ্লানিহীন বর্তমানের আকাশে বর্ণালী উজ্জ্বলতায় ,
উড়ুক আমাদের ত্যাগ-শান্তি-শৌর্যের ত্রি-বর্ণ পতাকা ;
বন্দে-মাতরম ধ্বনিতে মুখরিত হোক পরিশুদ্ধ আধুনিক বাতাস।
' বন্দে-মাতরম '-- 'জয় হিন্দ '
13/ 8/ 22
Comments
Post a Comment