15 August 2022



মুক্তি..
     চন্দনা বিশ্বাস
  -----------------------------
মুক্তি কি শুধু শব্দ মাত্র!
না, না! সে যে এক অধিকার।
   জন্মগত অধিকার!
অধিকার যখন হয়েছিলো হনন
সেই অধিকারের জন্য লড়েছিল কত শত যোদ্ধা।
দেখেছিলো কত স্বপ্ন
  যখন রাস্তায় রাস্তায় দানবের মতো ট্যাংক চললো,
গুলি ছুটলো উল্কাপিন্ডের মতো
তখনো মানুষ আশা ত্যাগে নি, এই মুক্তির ।
   কত অবুঝ -শিশু দিয়েছিলো পাড়ি 
বাবা-মায়ের নিথর দেহের পাড়ে।
কত শত সনাতনী মা হারিয়েছিলো তার আদরের ধন।
 কত শত নারী হারিয়েছিলো তার সম্ভ্রম। 
  ওগো মুক্তি শুধু তোমার আশায়।
শত অত্যাচারের পরও ভারতীয়রা ছাড়েনি মুক্তি আশ
   নবীন রক্তে জেগেছিলো প্রাণ স্পন্দন।
মাস্টার দা সূর্যসেন,ক্ষুধিরাম বসু, প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো সাহসী নবীনরাই গর্জে ওঠেছিলো মুক্তির তরে।
   তাঁদের আত্মত্যাগ বৃথা যাবে,
ভেবে হয়নি কো কেউ কখনো নিরাশ
 জ্ঞানালোকিত নবীন-প্রবীণ চোখ তাই দেখেছিলো .....
 এক স্বাধীন নবভারতের স্বপ্ন
অবশেষে ১৫ই আগস্ট দামামা বাজিয়ে,
দিগ্বিদিক নিশান উড়িয়ে
 ভারতীয়রা আনলো তাঁদের মুক্তি।
মুক্তি!মুক্তি!মুক্তি!


Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )