15 August 2022



স্কুল জীবনে স্বাধীনতা

        মৌসুমী ডিংগাল

স্কুল জীবনে স্বাধীনতার অতো গভীর
মানে বুঝতাম না,
তখন স্বাধীনতা দিবস মানে ছিলো
একটা আবেগ।
সকাল বেলা উঠে ফুলের মালা গেঁথে
বন্ধুদের সাথে পৌঁছে যেতাম স্কুলে।
চারিদিক থেকে ভেসে আসতো
দেশাত্মবোধক গান, কবিতা
কুচকাওয়াজ, জ্বালাময়ী বক্তৃতা।
"চল্ চল্ সবে ভারত সন্তান
মাতৃভূমি করে আহ্বান"..গানে
অসাধারণ এক অনুভূতির সৃষ্টি
হতো সারা মন জুড়ে।
স্কুলের স্বাধীনতা দিবস পালনে
সবাই একসাথে জাতীয় সঙ্গীত গাওয়া,
প্রভাত ফেরী, শহীদ বেদীতে মাল্যদান
নৃত্য গীতে, বক্তৃতায় সে এক
আবেগ ঘন পরিবেশ।
সবশেষে মিষ্টি মুখ সেরে আবার
বাড়ির পথে ফেরা...
পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য
শহীদদের আত্ম বলিদানের কথাগুলো
বার বার মনকে আবেগ তাড়িত করে দিতো।
মনে মনে গর্ব হতো শহীদের জন্য।
আর ইংরেজদের বিরুদ্ধে তৈরি হতো বিদ্বেষ।
স্কুল জীবনের স্মৃতি আজো
উজ্জ্বল হয়ে আছে স্মৃতির পাতায়।


Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )