15 August 2022



আতিথ্য 
**********
একদমই যদি চলে যাই?
পুরোনো ইজেলটাতে রেখে যাব
এক মুঠো স্মৃতি ----
সবার মনের মাঝে
আমি হবো 
স্মৃতির অতিথি। 
তারপর একদিন
হেঁসেলের এক কোনে
জীবন জ্বালানি থেকে
তুলে নিও এক মুঠো ছাই---
দাহ্যতা থাকবে না,
সেখানে থাকবো আমি
যদি সত্যিই চলে যাই!!

সুভাশিস সরকার 
দাসনগর, হাওড়া-৫.


Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )