15 August 2022
স্বাধীনতার মানে
✍️ সোমা বিশ্বাস
(ভারতের স্বাধীনতার ৭৫ বর্ষ উদযাপন উপলক্ষে, ছোট্ট নিবেদন)
স্বা- স্বাধীনতার মানে স্বাধীনতা না পরাধীনতা?
ধী-ধিক্কার যারা আর্থ-সামাজিকতার বদলে ধর্ম নিয়ে লড়াই করে-
ন-নতজানু হতে কেন শেখেনা মানুষ; যারা নির্দ্বিধায় চুরি করে ধরা পড়ে!
তা- তামাশায় তো মনে হচ্ছে নীতিকে ;যেখানে সচেতন ভাবে বাড়ছে দুর্নীতিবাজ-
মা-মা মানে তো তেরঙ্গা, ভারতমাতার আঁচল, কেমন সন্তানহারা দেখাচ্ছে..
নে- নেশা শুধু ব্যক্তিকেন্দ্রিক, সেখানে জনগণমন বা দেশ কোথায় দাঁড়িয়ে?
@copyright#soma biswas( 13.08.22)
Comments
Post a Comment