15 August 2022
*স্বাধীন জিজ্ঞাসা*
স্বাধীনতা তুমি কি জানো না
আমরা আট থেকে আশি
তোমাকে তন্ন তন্ন করে খুঁজে চলেছি।
কবে ধরা দেবে তুমি
আপামর ভারতবাসীর কাছে?
আর কবে তোমার সুদৃঢ় ছত্রছায়াতলে
আমরা নিজেদের গ্লানিকে ঢাকবো?
আর কবে ভয়ের আলিঙ্গন থেকে
আমরা মুক্ত হব? ইচ্ছে মতন বিচরন করব,
দিন রাতের তফাত অনুভব করব না।
আমাদের জীবন মুক্ত বিহঙ্গের ন্যায়
উচ্ছল চঞ্চলতা পূর্ণ হবে?
সেই কবে পঁচাত্তর বছর আগে
কারা যেন একটি ধ্বজা উড়িয়ে বলেছিল,
আজ থেকে তোরা স্বাধীন।
কিন্তু স্বাধীনতা তুমি তো জানো না--
আজ ও আমাদের পদে পদে কত হয়রানি হতে হয়!
তুমি কি জানো? আমরা এক মূহুর্তের জন্যও
আমাদের নিজস্বতাকে ব্যাক্ত করতে পারি না!
আমরা পারি না আপন মনের ভাবনাকে
জনসমক্ষে তুলে ধরতে!
তুমি জানো--আমাদের মতো অসহায় মানুষের কথা যারা বিশেষ ভাবে বিশেষ জায়গায় তুলে ধরবে,
তারাও যেন আজ বিশেষ কারো কাছে বিক্রি হয়ে গেছে।
দেশের সমস্ত কোনায় কোনায় প্রতি পলে
আমাদের পরাধীনতার শিকার হতে হয়।
তাহলে বলতে পারো---কেন স্মরণ করা হয়
১৯৪৭-র সেই দিন? কেন এত ঢাক ঢোলের
উন্মাদনা?
দেশটা স্বাধীন ঠিকই, কিন্তু এই স্বাধীনতার ভাগীদার কারা?
কতো-কতো তাজা প্রাণ শহীদের খাতায় নাম লেখালো।
বলতে পারো এটা কাদের স্বার্থে?
বলতে পারো- এই স্বাধীনতার প্রকৃত ভাবার্থটা ঠিক কি?
*বিবস্বান*
Comments
Post a Comment