15 August 2022
*প্রশ্ন*
*জয়ন্তী পরামানিক*
পুরুলিয়া
মাস্টার বলল যে সোমবার
তোমাদের সকালে স্কুল হবে
শশী বলল, কেন মাস্টার?
কি হবে ঐ দিন সকালে?
মাস্টার বলল কেন রে ঐ দিন তো আমাদের স্বাধীনতা দিবস
ওটা কি মাস্টার, ওটার মানে কি?
ঐ দিন ই তো আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল।
মানে পরাধীনতার গ্লানি থেকে মুক্তি লাভ করেছিল।
আমাদের দেশ পরাধীনতার হাত থেকে মুক্তি পেয়েছিল ।
ইংরেজরা আমাদের দেশ কে দখল করে নিয়ে ছিল,
শাসন করত আমাদেরকে,
অত্যাচার করতো আমাদের উপর,
চরম অত্যাচার
এখন শুনলে গায়ে কাঁটা দিবে।
অনেক লড়াই করে আমরা এই স্বাধীনতা পেয়েছি রে।
মাস্টার, তবে আমরা কি এখন স্বাধীন মানুষ?
কিন্তু মাস্টার আমার মনে হয় এখনও আমরা পুরোপুরি স্বাধীন হয়ে উঠতে পারিনি।
কেন একথা বলছিস?
আপনি বলেন মাস্টার
যদি আমরা সত্যিকারের স্বাধীনতা পেতাম তাহলে দেশে বর্তমানে যে ধরনের চুরি আর খুনোখুনি চলছে
আমরা তার প্রতিবাদ করতে পারছি না কেন??
Comments
Post a Comment