নীরদচন্দ্র চৌধুরী
নীরদ সি. চৌধুরী জন্ম২৩ নভেম্বর ১৮৯৭ কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ)মৃত্যুআগস্ট ১, ১৯৯৯ (বয়স ১০১) লাথবুরী রোড, অক্সফোর্ডশায়ার, যুক্তরাজ্যছদ্মনামবলাহক নন্দী (শনিবারের চিঠি)পেশালেখক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বজাতীয়তাভারতীয়সময়কাল১৯৩০-১৯৯৯ধরনসাহিত্য, সংস্কৃতি, সমাজসাহিত্য আন্দোলন কর্মজীবনসম্পাদনা উপেন্দ্র নারায়ণ চৌধুরী ও সুশীলা সুন্দরী চৌধুরানীর ৮ সন্তানের মধ্যে দ্বিতীয় নীরদ চৌধুরী তৎকালীন ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলা (বর্তমান বাংলাদেশের) কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে ১৮৯৭ খ্রিষ্টাব্দের ২৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের কিশোরগঞ্জ এবং কলকাতায় পড়াশোনা করেছেন। এফএ পরীক্ষা পাশ করে তিনি কলকাতার রিপন কলেজে (বর্তমান সুরেন্দ্রনাথ কলেজ) অন্যতম বাঙালি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাথে একত্রে ভর্তি হন। এরপর নীরদ কলকাতার অন্যতম খ্যাতিমান স্কটিশ চার্চ কলেজে ইতিহাস বিভাগে ভর্তি হন। ১৯১৮ খ্রিষ্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন স্কটিস চার্চ কলেজের ছাত্র হিসেবে তিনি ইতিহাসে সম্মানসহ স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং মেধা তালিকায় নিজের স্থান করে নেন। স্কটিশ চ...