বিশ্ব কবিতা দিবস
আজ বিশ্ব কবিতা দিবস উপলক্ষে আমার সকল, কবি বন্ধু এবং বন্ধুদের জানাই প্রভাতী শুভেচ্ছা।
প্রথমেই আমি কবিগুরুকে প্রণাম জানিয়ে, আমার নিজের একটি লেখা , কবিগুরু, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, নিবেদন করলাম।
ঈশ্বর সকলের মঙ্গল করুন সকলে জন্য ঈশ্বরের কাছে, শুভ কামনা করি।
------------------------------------
🙏
।।স্পর্শ।।
দীঘল দীঘির বটের ছায়ার শেষে,
দাঁড়িয়ে আছেন মাস্টারমশাই ,
তার দৃষ্টির মধ্যে আছে লম্বা পথের ছবি আঁকা।
উড়ে যাওয়া ছেঁড়া পাতাগুলি কুড়িয়ে কুড়িয়ে আনা মন রাখা গোধূলি বেলায় ,আবির সরে এখনই বলবেন আসি তবে?
ছড়িয়ে থাকা স্মৃতিগুলি মনের মধ্যে মেলে ধরে।
সন্ধ্যার গায়ে ঝিকিমিকি করে উঠে। একটা জীবন একটাই পথ নেই কোন দিশা।
কখন গড়িয়ে গেছে সমস্ত দিন সমস্ত রোদ হরিণের ও আগে। ,
রাত্রি ঘনিয়ে আসে রেল লাইনের ধারে বটের পাতার ওপর জ্যোৎস্না পড়েছে দেখি
উড়ে যায় এক ঝাঁক সাদা পালকের ছায়া।,
ঘরে ফেরা পাখির শরীর বেগে সময় মহল,
পাতার মর্মর আওয়াজে তিনিও বলেন ভালো থেকো। ,
তার পদরেখা ভিজে যায় কুয়াশার জলে,
স্পর্শকে জানাই প্রণাম।
------------------------------
শিবানী চক্রবর্তী
Comments
Post a Comment