বিশ্ব কবিতা দিবস


নারীর ভুমিকা
কবির নাম-শ্রীরাজদীপ
------------------------------------
নারী হয় দেবি সংসারের মঞ্চে সেবিকা পালিতা বৃক্ষ।
যার ছায়া ঘিরে থাকে পরিবার সাজিয়া জননী মুখ্য।।
রাঁধুনি হয় নারী ধোপানি সাজিয়া খাওয়াইতে পারে যতনে।
কভু নারী সাজে পুজারিনী এক পরিবার মাঝে রতনে।।

শিশুর নিকটে ধাত্রী জননী উঠৌনেতে চাষীর বৌ।
কামুক পুরুষ নির্জনে নিশিথে পতিতা মহলে মৌ।।
নারী নাকি কভু দয়াময়ী দেবি অমৃত তুলিয়া ধরে।
আহার ত্যাজিয়া সন্তানের তরে জীবন দানিয়া মরে।।

নারী পারে গৃহ সাজাইতে দ্রুত সাজিতে দক্ষ নিজে।
জানে নারী জাতি দানিতে অপরে ভালোবাসা নীরে ভিজে।।
নারী হয় নটী সকলের তরে সুরেলা সংগীতে ভরে।
অপরের দুঃখে ব্যথিত জীবন অশ্রুতে নয়ন ঝরে।।

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )