বিশ্ব কবিতা দিবস
আজি সুপ্রভাতে সকল কাব্য সাথীকে জানাই আমার আন্তরিক কাব্যিক শুভকামনা ❤❤❤❤❤❤❤
আমার একটি লেখায় কবিতা-র প্রতি অনন্ত শ্রদ্ধা ও আত্মিক প্রেম নিবেদন করলাম।
কবিতা_তোমায়
২১|০৩|২০২৩
তোমার সাথে ঘর বেঁধেছি
শব্দের ও সন্ধানে
লক্ষ হীরের আলোক প্রভা
তোমার পানে টানে
শব্দের ও সন্ধানে।।
তোমার চোখের কাজল কালোয়
তোমার ভাবের অমল আলোয়
নিত্য পূজার সাজাই বেদী
ভাবের আহ্বানে।
শব্দের ও সন্ধানে।।
তোমার সুরের স্বরমালিকায়
আমার মনের নীহারিকায়
বিশ্বজয়ের গন্ধ যে পাই
তোমার অপার দানে।
তোমার সাথে ঘর বেঁধেছি
শব্দের ও সন্ধানে।।
বিবস্বান
Comments
Post a Comment