বিশ্ব কবিতা দিবস


সৌরদিন
বিপ্লব ভট্টাচার্য্য 

যেদিন জীবনে প্রথম সূর্য উঠেছিল,
সকালের প্রথম আলোয়—
আলো মাখা চোখে দেখেছিলাম এক নতুন প্রভাত।
আলতো হাওয়ায় তোমার এলোমেলো চুল নেড়ে
সে বলেছিলাম
ভালো আছো বন্ধু? 
সেদিন জীবনের প্রথম উচ্ছাসে বলে ছিলে
এমন বন্ধু যার,
বলো কী দুঃখ আছে তার? 
সেকি কখনও ভালো না থেকে পারে?
তারপরে কেটে গেছে অন্তহীন কত না সময়—
টিভির পর্দার ঝিঁঝিঁ দৃশ্যের মতো
পূর্ণিমার নির্জন আকাশের দিকে চেয়ে।
সেই তপ্ত উচ্ছাস কেটে —
হয়তো বা উদগ্র কামনার নদী
জমাট বরফে হয়েছে সংহত, 
শীতল হিমবাহের করি ও সংবর্ত,
শুয়ে আছে এক শবদেহ;
পচে না, গলে না, কারণ-
তার কামনা নেই,
নেই কোনো উদগ্র আকাঙ্খা—
তাই তো তার জীবনও নেই।

হে নতুন দিনের সূর্য-
পারবে কি প্রাণের স্পন্দন জাগাতে?
বলতে পারবে তো পলাশ কৃষ্ণচূড়ার রঙিন উচ্ছাস?
হিমবাহ গলে যাচ্ছে—
হয়তো বা অনেক যুগ পরে
ঘুম ভেঙে আলো দেখছে
ফার্ণের সতেজ চারা;
আজ, প্রতিশ্রুতি দিচ্ছি
তোমার সুরে সুর মিলিয়ে, আমিও বলবো
ঝর্ণার মুখের রূপালি ঝিলিক ভেঙে দাও,
হৃদয়ের চড়া হয়েছে আজ মরুদ্যান....

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )