বিশ্ব কবিতা দিবস


বিশ্ব কবিতা দিবস

কবিতা হোল সেই ধারাল কোদাল,
যা সরিয়ে দেয় হৃদয় পথের  জঞ্জাল।
নীল, সবুজ আর রঙিন ফুলের বাহার,
কবিতা চিরকাল ধরে বন্দনা করে তার।

জীবনের যত শোক দুঃখ আর তাপ,
দিনে দিনে বাড়িয়ে চলেছে হৃদয়ের চাপ।
ভুলে যেতে হবেতা  বিশ্বের  আনন্দধারায়,
বনের পাখি যেমন মুক্ত সুরে গান গায়।

প্রকৃতি ছড়িয়ে দেয়  যে অনাবিল খুশি,
প্রানের প্রান্তে যেন বাজে তারি বাঁশি।
মুগ্ধ হৃদয়খানি এনে দিতে হবে সেখানে,
কবিতার হাত ধরে অন্তরের শুদ্ধ সমর্পণে।

হীরা রোদ,দিগন্ত জোড়া সবুজের হিল্লোল,
বসন্তের বাতাসে মনে যখন দেয় দোল,
ব‍্যাকুল হৃদয়ের আকূল হয় করতে সমর্পণ,
সেইখানে ভালোবেসে কবিতা হোক আপন।

Indrani Mukherjee

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )