আট ভারতীয় অস্কার জয়ী
এক কোলাজে আট ভারতীয় অস্কার জয়ী
১. ভানু আথাইয়া ( ১৯৮৩) : গান্ধী সিনেমার পোশাক পরিকল্পনার জন্য
২. সত্যজিৎ রায় (১৯৯২) : সারাজীবনের কাজের জন্য বিশেষ সন্মান
৩. এ আর রহমান (২০০৯) : স্লামডগ মিলিয়েনিয়ার ছবির জয় হো গানের জন্য
৪. রসূল পুকুট্টি (২০০৯) : স্লামডগ মিলিয়েনিয়ার ছবিতে সাউন্ড মিক্সিং এর জন্য
৫. গুলজার (২০০৯) : স্লামডগ মিলিয়েনিয়ার ছবির জয় হো গানের জন্য।
৬. কার্তিকী গঞ্জালভেস (২০২৩) : The elephant whisperers ছবির জন্য সেরা সল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে।
৭. এম এম কিরাভানি (২০২৩) : RRR ছবির নাটু নাটু গানের জন্য।
৮. চন্দ্রবোস (২০২৩) : RRR ছবির নাটু নাটু গানের জন্য।
সংগৃহীত
Comments
Post a Comment