বিশ্ব কবিতা দিবস
মৃত্যুর আন্দোলন
কলমে - সুহানা পারভিন
দেশকে স্বাধীন করার জন্য
যারা করেছেন আন্দোলন
শুধু দেশকে বাঁচানোর জন্য
শত শত মানুষ জন
তারা করেনি আনন্দ মজা, শুধু
শুধু করেছে আন্দোলন
তারা হল এই পৃথিবীর
আসল জনগণ
যারা এই দেশের স্বাধীনের জন্য
করেছেন আন্দোলন
তারা এই পৃথিবীর বুকে
বেঁচে নেই এখন
নিজের জীবন বাজি রেখে
তারা করেছেন আন্দোলন
তাদের আঘাতে মৃত্যু হয়েছে
তারা বেঁচে নেই এখন।।
Comments
Post a Comment