বিশ্ব কবিতা দিবস
বিশ্ব কবিতা দিবস
একটি হারানো কবিতা
প্রনতি তালুকদার
২৩/৩/২০২৩
কতদিন লিখে লিখে হাত ব্যাথা
তবুও একটা কবিতা তোমাকে দিতে পারলাম না।
শব্দ ছন্দ ধ্বনী লয় হারিয়ে গেছে
ওই পাহাড়ের কোণে।
কতরকম ভাবে চেষ্টা করে চলেছি
একটা পূর্ণ কবিতা তোমায় উপহার দেব।
সেটা কি আমার হবে না, নাকি অভিমান হয়েছে
কবিতার, আমার নিজের লেখা
কতদিন কেটে গেল একটা লাইন লিখতে
পারিনি।
কবিতার জন্য আমার বেঁচে থাকা
যখনই লিখতে চাই খাতাটি কোথায় খুঁজতে খুঁজতে
ধানের শীষে, পচা আলুর বস্তায়,
কাছাকাছি চলে এসেছি।
আমার কবিতা আকাশ থেকে সুবাস ছড়ানো বৃষ্টি।
কবিতা আমার নিজের কাছে বায়না আজও অবুঝ।
কত রাত জেগে কত রাত বসে
লিখে রেখে যাই দূরে।
চারিদিকে যত বাঁধা থাক মানিনা আইন
কানুন। স্বপ্নগুলো আঁকা বাঁকা ছবি
কবিতা তাদের জন্য।
দিলাম একটু সাজিয়ে গুছিয়ে রেখে দিও
হৃদয়ে নিও। হলো আমার পূর্ণ কবিতা,
যারা কবি যাদের লেখনী কবিতা সম্মান দেখাতে
পারে তাদের প্রণাম জানাই।
কবিতা আপন প্রাণের মাঝে সুখ প্রদীপ
দুঃখের কোথাও পরশ।
বেঁচে থাকি বা নাই থাকি আবোল তাবোল
লিখেই যাবো।
হয়তো একদিন হয়তো কোথাও তোমার কাছে
পৌঁছে যাবে সম্পূর্ণ একটা
জীবনের কবিতা।
ধাক্কা খেতে খেতে তৈরী হবে
কত চাষির কত খেটে খাওয়া মানুষের
ঘাম রক্ত সব জমে জমে
হবে কবিতার পাহাড়।
Comments
Post a Comment