বিশ্ব কবিতা দিবস
**** মন বিহারিনী ****
### ধীরাজ কুমার গিরি ###
নিশার অবসানে
খুঁজি তোমায় প্রানে
তবু দেখা না গো পাই।
ভোরের আকাশে
এই স্নিগ্ধ বাতাসে
যেন কোথা হারায়ে যাই।
প্রভাতের গানে
বিহঙ্গের কলতানে
ভোর হলো যেই ধীরে ধীরে।
এই নয়ন তোমারে
কেন যে বারে বারে
খুঁজে ফিরে মোর মন মন্দিরে।
চেয়েছিলেম প্রাণে
সাজাবো যতনে
দিব খোঁপাতে দোপাটি ফুল।
সেরূপে বাহারে
কন্ঠে পুস্পহারে
কর্নে দোলাবো সাতরঙা দুল।
স্বপ্নের তুমি রাণী
সে তো আমি জানি
তবু কেন মম অন্তরে চাই।
চরণ টলমলে
হৃদয় বলে চলে
নয়ন বলে তুমি তো নাই।
জানি তুমি আছো
তুমিও অশ্রু মোছো
আড়ালে সবার জন অগোচরে।
বুঝি আমি শুধু
বুকে মরু ধু-ধু
জানি ভোলোনি এখনো আমারে।
এটুকুই আশা
থাক ভালোবাসা
ঘটুক যতেক নিয়তির ফেরে।
খুশী থাকো মন
মোছো দু-নয়ন
নতুন সূর্য ডাকে যে তোমারে।।
Comments
Post a Comment