বিশ্ব কবিতা দিবস
একটাও কবিতা লিখিনি
--- সুনীল সরকার
শব্দের ঝংকারে ঝংকৃত হয়
আনন্দ বেদনার বর্ণমালা,
রসাস্বাদনে পরিতৃপ্তি ফল্গুধারা,
কখনও দহন জ্বালা।
বিস্তৃত পৃথিবীর শ্যামলীমা প্রকাশ
পরিপূর্ণ কাব্যরথে চড়ে,
ভাবনা ভাবের মেলবন্ধন
পাঠকের অন্তরে অন্তরে
অনাগত ভবিষ্যতের উপজীব্য
বিষয় সন্ধানে নিয়োজিত,
কালের কণ্ঠের উচ্চারিত
বিবিধ প্রসঙ্গ পরিমিত।
প্রতিবাদে মুখরিত কলমে
রক্ষিত অফুরন্ত কালি,
মুখোশের উন্মোচনে সাধুবাদ
সমাজে সুখের ডালি।
মানসচক্ষে প্রকৃতির সৌন্দর্য
বর্ণিত কাব্য শব্দ বর্ণে।
প্রেমের গোপন আলাপন
বুঝি বাজে প্রতি কর্ণে।
কবির ভাষায় অনূদিত হয়
কল্পনার জগত থরে থরে।
পাঠক হৃদয়ের গভীরে ডুবে
চাহিদা পূরণে ব্রত করে।
কবি হতে আসিনি কখনও
শব্দের জালে ভাবনা বুনি।
একটাও কবিতা লিখিনি
শোনেন যত জ্ঞাণীগুণী।
Comments
Post a Comment