Poem ( কবিতা )
এসো মা লক্ষ্মী প্রনতি তালুকদার ১৯/১০/২০২১ এসো মা লক্ষ্মী সবার ঘরে ঘরে বসো। কারুর উপর রাগ কোরোনা, সবার ঘরেই ভালোবেসেই থেকো। মনের মতো সাজাবো তোমায় আজ, ফুলে ফুলে সাজিয়ে রাখবো আলোয় ভরিয়ে দিও। আল্পনাতে গল্প থাকবে, তোমার ভোগে ছড়িয়ে দেবো ভালোবাসা। এসো মা তুমি একবার অন্তত এসো। এই ভাঙা ঘরে যেখানে চাঁদের আলোয় ঝলমল করছে, এই ঘরে এই রাঙা মাটিতে। তোমার রাঙা চরণ ফেলে ফেলে এসো। কোথাও বা কোনো বাড়িতে তোমায় সোনার পালঙ্কে বসাবে,কেউ হয়তো সোনার থালায় রুপোর বাটিতে পায়েস দেবে! জান মা আমার দশ বছরের ছেলে বলেছে তোমার মা এই বাড়িতে আসবে না। দেখ না বড়ো বড়ো বাড়ির লোকেরা সারা বছর তোমার মায়ের পুজো করে। কত দামি দামি ফল ভোগ দেয়, আর তুমি আজ কত কষ্ট করে পুজো করছো। সেটা কি তোমার মা বুঝবে! আজ আমার বাড়িটাও ঝলমল করছে। উঠোনের পূব দক্ষিণ কোণায় একটা শিউলি গাছ আছে তাতে অজস্র ফুল ফুটেছে। একটু পর থেকে সেই গাছের তলাটা ফুলে ফুলে সাদা হয়ে যাবে। তুমি সেই ফুলের উপর দিয়ে আস্তে আস্তে এসো, আমি আজ জেগেই থাকবো। ঘরে একটা কাঠের পিঁড়ি আছে...