Mahalaya
ছুটির কবিতা
ছুটির বাঁশি বাজলো ওরে , শরৎ এসেছে
পেঁজা পেঁজা তুলোর ভিড়ে নৌকা ভেসেছে।
নদীর পাড়ে ,কাশের বনে কিসের ওরে দোলন,
পূজা পূজা গন্ধ মাখা মাতোয়ারা গগন।
নানা ফুলে ,নানা রঙে প্রজাপতির ডানা,
সারাবেলা করবো খেলা ,মানবো নাকো মানা ?
হিমেল ছোঁয়া ডালে ডালে,শিউলি ফুলে ফুলে
হাওয়ায় দোলে পদ্ম পাতা ,দোদুল দুলে দুলে।
দুগ্গা মা আসার আশায় উঠলো সেজে ধরা,
নতুন জামায় খোকাখুকী ,নাচবে বুঝি তারা।
হরেকরকম দোকান সাজে,হরেকরকম ছবি,
প্যান্ডেলেরই গাঁ ঘেষে তাই , উঠবে বুঝি রবি।
পড়াশুনায় মন বসে কি! স্বপ্ন চোখে রচি
মাগো এবার দাও গো ছুটি ,নিজের মতো বাঁচি।
--- অন্তরা সিংহরায়
Comments
Post a Comment