Mahalaya
কবিতা - " মহালয়া "
কলমে - " স্বপ্না ব্যানার্জী "
দেখি কাশ
মনে জাগে আশ
এবার তাহলে আসবেন মা
আগামনীর বার্তা বয়ে আনলো মহালয়া
চারিদিকে সাজো সাজো রব
সারা বছরের প্রতীক্ষা , হল অবসান
নতুন জামা , নতুন সাজ
কোথায় - কোথায় ঘুরবো
বন্ধুদের হাঁক - ডাক এখনো হলো না ?
তাড়াতাড়ি কর বেশি ঠাকুর
দেখা যাবে না
সব বার্তা বয়ে আনে মহালয়া
পিতৃ পক্ষের তর্পণ
গঙ্গার ঘাটে ভীড়
ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠস্বর -
দিকে - দিকে সারা বছরের প্রতীক্ষার অবসান হলো
দেখো মহালয়া এলো ।।
Comments
Post a Comment