Mahalaya


আগমনীর সুর
বিপ্লব ভট্টাচার্য্য

তুমি আসবে বলেই
নীল আকাশে সাদা মেঘ রাশি
তুমি আসবে বলেই
উলঙ্গ শিশুর মুখে ফোটে হাসি।
তুমি আসবে বলেই
কাশ ফুলের নিত্য মাথা নাড়া
তুমি আসবে বলেই
নতুন করে জামা কেনার তাড়া।
তুমি আসবে বলেই
ঘাসের উপর হিমের পরশ পড়ে
তুমি আসবে বলেই
সবুজ ঘাসের উপর শিশির পরে।

তুমি এলে—
কিন্তু বস্তিবাসী মেয়েটা জামা পেল না;
বানভাসিরা তোমার দেখা পেল না;
চায়ের দোকানের ছেলেটা ছুটি পেল না;
প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরেও
বুড়ি ঠাকুমা দুমুঠো খেতে পেল না।

আগমনীর সুর যদি বাজে-
শুধু মন্দির আর প্যান্ডেলে কেন? 
আমার রক্ত-মাংসে গড়া মায়ের
মাটির ঘরে আগমনীর সুর কবে বাজবে....?

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )