Mahalaya


ভার্চুয়াল দূর্গা মা
..........................
প্রিয়াঙ্কা মুখার্জী

বন্ধু তোর হাসি দেখতে পায়
হোয়াটসঅ্যাপে তে
মিষ্টি সুর শুনতে পায়
ফেসবুকে তে,
তোর গায়ের গন্ধ পায়
পারফিউমের অ্যাড এ
তোর গায়ের স্পর্শ পায়
শুধুই ভিডিও চ্যাট এ,
ছোট্টবেলার পুজোর সময়
নতুন জামার গন্ধ
বিজয়ের পর নাড়ু মুরকী
সবকিছু আজ বন্ধ,
দুর্গা মাযে একাই এসে
একাই চলে যাবে
এই বছরেও তোমার পূজো 
ভার্চুয়ালি হবে,
এমন কত দুর্গা মাগো
পথে-ঘাটে ঘোরে
মানুষ ছাড়া মানুষ মাগো
বাঁচবে কেমন করে,
দশোভূজা তুমি মাগো
 তুমিই মা কালী
দাওনা মুক্তি এসব থেকে
 আগের মতই চলি...

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )