Mahalaya


কবিতা- শারদীয়া
কলমে- জয়া ঘটক
খড়দহ, রহড়া

এমনি করে বাজবে সুর
গাইবে পাখী আপন মনে,
শরৎ আকাশ দিচ্ছে উঁকি
বলছে আমার কানে- কানে।
সারদপ্রাতে উঠবে রবি
সোনার আলো মাখব গায়ে,
দুঃখ যতেক যাবে ধুয়ে
ঘরে- ঘরে উঠবে বেজে
মঙ্গল ঘন্টা আপনি সেজে
ঠাকুর দালানে গড়বে খাঁচা,
দূর গাঁয়ের ঐ কামাল চাচা
মাটির প্রলেপ দিয়ে তাতে
চক্ষু দান হবে যে প্রাতে।
একশো আটটি পদ্মফুলে
সরোবরটি উঠবে ভরে,
যত আছে কচিকাঁচা
আয়না ছুটে বাঁধি আশা
তমশার ঐ অন্ধকারে 
থাকব না আর বদ্ধ ঘরে!
রঙিন পাখা মেলে দিয়ে
বেড়াই ঘুরে বিশ্বজুড়ে।।

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )