Mahalaya


আগমনী 
***********
কাশের বনে দোল
মনেতে হিল্লোল
আসছে পূজো একটা বছর পরে
মহালয়ার সুরে
কাছে এবং দুরে
খুশীর আমেজ সবার ঘরে ঘরে।

সাদা মেঘের দল
করছে নানান ছল
গোধূলীতে সাজছে নানা সাজে
আসছে খুশীর দিন
পৃথিবী রঙ্গীন
মাটির মানুষ ব্যস্ত ভীষন কাজে।

মাতছে শহর গ্রাম
পুরবে মনোস্কাম
দেবীর কাছে এইটুকুই তো আশা
বাড়িয়ে দিয়ে হাত
শারদ সুপ্রভাত
সবার মনে ছড়াক ভালোবাসা।

সুভাশিস সরকার।

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )