Mahalaya


দেবীপক্ষের শুভলগ্নে,
    আগমনী সুর উঠল বেজে।
 শিউলি ফুলের গন্ধে মাতে,
    ভোরের আলোর শুভেচ্ছাতে।
 কাশফুলেতে ভুবন ভরা,
     নীল আকাশের নীলিমাতে।
 মহালয়ার পূণ্য দিনে,
    তর্পণ চলে ঘাটে ঘাটে।
 ভালোবাসার মানুষগুলো,
    মুক্তি পাবার আশে।
 দশভুজার দশহাতে,
    বধ করবে অশুভকে।
 পাপ মুক্ত পৃথিবী গড়তে,
    মহিষাসুরের নিধন করে।
 বরণ করে আগমনীকে,
    বাঙালির মন খুশিতে দোলে।

Comments

Post a Comment

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )