Mahalaya
বিষয়-আগমনী
শিরোনাম-আগমনী
কলমে-সৌরভ পাত্র
দিনাঙ্ক-04/10/2021
আর ফেরে না হারিয়ে যাওয়া দিনগুলি
বার বার মনে পড়ে যায়,মনটা বেশ খুশি খুশি;
ভোরের আলোয় হালকা শিশির বিন্দু,হাতে তুলি।
তুলোর মতো সাদা মেঘের দিকে তাকিয়ে থাকি
তখন মন ভাবায় এটা কোন সময়;
হঠাৎ প্রাণের শুভ্র!এসে বলে কলেজে আগমনীতে অভিনয়ে থাকবি কি?
আমি তো জানি তুই ভালোবাসিস অভিনয়।
স্যারের নির্বাচনে কার্তিকের চরিত্রে অভিনয়ে
মনোযোগী মন মজে রিহার্সালে;
মন বড্ড উতলা হয়ে
বলে উঠে আগমনী এল বলে।
Comments
Post a Comment