Mahalaya
মাতৃ আরাধনা
---------------------
সুজিত নস্কর
দূর্গা নামে মোহিত হয়ে যাই সকলে,
শ্রীরামচন্দ্র দূর্গা পূজা করলেন অকালে।
সেই অকালের বোধন মেনেই হয় বাঙলায় পূজা,
নতুন জামা কাপড় পড়ে একটু রাজা রাণী সাজা।
ছোটোদের ভারী মজা এখন এ প্যান্ডেল ও প্যান্ডেল যাওয়া।
ঠাকুর দেখার পাশাপাশি এটা ওটা খাওয়া।
দশভূজা আসেন তিনি সন্তান দের নিয়ে,
পূজা নেন বনেদি বাড়ি, সার্বজনীন সবখানেতে ই গিয়ে।
বনেদি বাড়ির সাবেকি আনা মায়ের ভালো লাগে,
সার্বজনীন ক্লাব সদস্যরা বিনিদ্র রাত জাগে।
পাঁচটি দিন ভালোই কাটে নানান আয়োজনে,
ব্রাম্ভন ঠাকুরের কদর থাকে পূজার প্রয়োজনে।
আরাধ্যদেবী দূর্গা হলেও সন্তানরাও পূজিত হন,
লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সকলেই পূজা পান।
ভক্তি ভরে ডাকলে মাকে,
শক্তি আসে মনে।
বাঙালির এই মাতৃ সাধনা চলুক সনে্ সনে্।
Comments
Post a Comment