Mahalaya


শারদ প্রাতে
***********
শ্রাবনী ঘোষ

পিতৃপুরুষ  তর্পনেতে
জাগে মহালয়া,
সাজো সাজো রবে সকাল,
আসবে  সর্বজয়া।

পিতৃপক্ষের শেষ হলে আজ
দেবীপক্ষের শুরু,
মায়ের আগমনের আশা
বুক যে দুরুদুরু।

পুণ্যদিনে মুখরিত
আগমনী গান,
মা আসবেন এই ধরাতে,
খুশীর কলতান।

কাশের বনে দোলদোলানো
খুশীর  হাওয়া মাতে,
শিউলি ঝরা হাসিমুখে,
শরৎ আসে প্রাতে।

জলাশয়ে উজল আলোয়,
পদ্ম ফুলের দল,
বুলবুল আর টিয়ার ঝাঁকে
প্রকৃতি ঝলমল।

মহালয়ার প্ররোম্ভেতে
বদলে যে যায় সবি।
দুর্গা পূজার হই হুল্লোড়
মন মাতানো ছবি।।।।

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )