গাঁদা ফুল ( ইনকা, পিটুনিয়া ইত্যাদি )
স্বপ্না ব্যানার্জী - গাঁদা ফুল কে বিভিন্ন নামে ডাকা হয় - গন্ধা/ গেন্ধা / গেনদা / ইনকা / পিটুনিয়া ইত্যাদি। গাঁদা ফুলের বিভিন্ন জাত ও রং থাকলেও উজ্জ্বল হলুদ ও গাঢ় কমলা রঙের বেশি দেখা যায়। গাঁদা ফুল শুধু বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে না ,এর অনেক উপকারিতাও আছে। পূজোর কাজে লাগার সাথে সাথে ঔষধি গুণ ও আছে। বাংলাদেশে দুই ধরনের গাঁদা পাওয়া যায় - ১. আফ্রিকান গাঁদা - এই ধরনের গাঁদা হলুদ রঙের হয় আর গাছের আকৃতি বেশ বড় হয়। এদের নাম হল - ইনকা,গিনি গোল্ড ,ইয়েলা সুপ্রিম ,গোল্ডস্মিথ ,ম্যান ইন দি মুন ইত্যাদি। ২. ফরাসি গাঁদা - এই ধরনের গাঁদা কমলা হলুদ হয়। এদের রক্ত গাঁদাও বলা হয়।এই গাছ আকারে ছোট হয়। পাপড়ির গোড়ায় কালো ছোপ থাকে। এদের নাম হল - মেরিয়েটা , হারমনি , লিজন অব অনার , সাদা গাঁদা,জাম্বো গাঁদা , রক্ত বা চাইনিজ গাঁদা ইত্যাদি। এইবার গাঁদা ফুলের উপকারিতার আলোচনা করি - ১. গাঁদা ফুল থেকে বিভিন্ন ধরনের সুগন্ধি তৈরী হয়। ২. গাঁদা ফুলে থাকা অ্যান্টি - অক্সিডেন্ট ও ফ্যাভনয়েড নামক উপাদান মানবদেহের ক্যান্সার কোষ এর বৃদ্ধি প্রতিহত করতে সক্ষম। ৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ...