স্বামী বিবেকানন্দ


বিষয়   স্বামীজির উপর লেখা কবিতা 
শিরোনাম    বিশ্বের বিষ্ময়!
কলমে    প্রনতি তালুকদার 
তারিখ    ২৯/১২/২০২১

বিবেকানন্দ কেবল একজন মানুষ! 
না তিনি আমাদের আত্মার আত্মীয়,
 সারা বিশ্বের বিষ্ময়। যখনই যতটুকু জানতে চাই সবসময় নতুন নতুন জ্ঞ্যান অর্জন করি।তাঁর বুকে বেজে উঠতো  মানুষের দারিদ্র্য, দুর্দশা,কান্না, সেই আওয়াজ।  জীবনের জয়রথে তিনিই একমাত্র সারথি। তোমার বাণী গীতার মতো সারাবিশ্বের
 যত অর্জুন কারুর যেন  পথভ্রষ্ট না হয়। 
যে মন্দির থেকে আলোর কিরণ বেরিয়ে আসে 
তাঁর ছোঁয়ায় সেটা দ্রুত ছোটে।
এইজন্য জগতে আত্মতুষ্টির বিকল্প পথ তিনিই খুঁজে পেয়েছেন।মনের গভীরে বিশ্ববীজে ব্যাক্ত করেছেন
তাঁর মহিমা।ওই বিশাল আলো নিজের বুকে ধারণ করেছেন।এই বিশ্বনিখিলে তিনি ছিলেন অপুর্ব দর্শন।
তাঁর প্রতিভার জ্যোতি সারাবিশ্বে ছড়িয়ে দিয়েছেন।
তিনি জ্ঞ্যানের আলো  দান করেছেন দিব্যদৃষ্টি।
এই দেশ ভারতবর্ষকে সারাবিশ্বের কাছে মহান
করে তুলে ধরেছেন।
তাঁকে সর্বান্তকরণ দিয়ে প্রনাম জানাই।
আর আমাদের সাধনাই হোক হৃদয় দিয়ে তাঁকে
অনুভব করে কিছুটা যোগ্য অন্তত ভারতবাসী হিসেবে নিজেকে যেন বলতে পারি আমরা। 
দেশে হয়ে নিরন্ন মানুষের 
পাশে থেকে, যেন যোগ্যতা অর্জন করতে পারি।
যিনি বলেছিলেন  দরিদ্র, মুচি, মেথর সবাই আমার 
ভাই তিনিই আমাদের বিবেকানন্দ। 
তাঁর বাণীতে আমরা উদবুদ্ধ  " কোনো  মানুষকে আঘাত  করার আগে ভাবতে হবে নিজের সেই আঘাত কেমন লাগে, তবেই অন্যকে আঘাত করো"

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )