স্বামী বিবেকানন্দ
বিবেকানন্দ স্মরণে
সমরেন্দ্রনাথ ঘোষ
বাংলা মায়ের গুণী ছেলে বিশ্বজোড়া নাম,
তোমার জন্মদিনে জানাই
সশ্রদ্ধ প্রণাম।
নেতাজির প্রিয় স্বামিজী তুমি
নিবেদিতার গুরু,
তোমার জন্য দেশের কাজ
৺ওরা করেছিলেন শুরু।
অগণিত মানুষের মনে আজ
তোমার বিশেষ স্থান,
রামকৃষ্ণ মিশন তোমারই মিশন করে গেছো যা দান
সারা বিশ্বে সেবা কাজ করে
মিশনের আজ নাম,
শিক্ষাজগতেও পরিচিতি তার
সেরা শিক্ষার ধাম।
দরিদ্রসেবা, চিকিৎসাতেও
তোমার দৃষ্টি ছিল,
বেদান্ত আজ সারা পৃথিবীকে
শান্তির পথ দিল।
তোমার কষ্ট কতটা ছিল
আমরা বুঝিনা তা,
তুমি প্রবক্তা নিরপেক্ষতার
প্রেরণা বিশ্ব মা।
পরিচিতি রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র, লেখক, অধ্যক্ষ, সম্পাদক, সাংবাদিক।
Comments
Post a Comment