স্বামী বিবেকানন্দ


শিরোনাম-বিবেকানন্দ স্মরণে 
কলমে-সৌরভ পাত্র 
ভাঙ্গাহার,মশানঝাড়,খাতড়া,বাঁকুড়া,পশ্চিমবঙ্গ,ভারত,722121 
দিনাঙ্ক-12/01/2022

জন্ম তোমার বাঙালী ঘরে,
মনে রাখে তোমার আদর্শ বিশ্বজুড়ে।
তুমিই ভারত মাতার আদর্শ  সন্তান,
রেখেছিলে জগৎসভায় ভারতের মান।
করেছো ভেঙ্গে চুরমার,
জাতপাতের কুসংস্কার।
ফুটেছে হাসি সবার মনে,
'জীবে প্রেম' মহামন্ত্র উচ্চারণে।
তোমার আদর্শের শ্রেষ্ট দর্পণ,
আদর্শভূমি রামকৃষ্ণ মঠ ও মিশন।
শিকাগো ধর্মসভার ইতিহাসের কথা,
জানে জগৎসভার আবালবৃদ্ধবনিতা।
ধর্মশ্রেষ্ঠ সনাতন- করেছো তুমি মাহাত্ম্য বর্ণন,
তুমিই সনাতন সৈনিক,তোমায় করি স্মরণ।



Comments

Post a Comment

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )