স্বামী বিবেকানন্দ


~শৈশবে নরেন্দ্রনাথ ~
সুহানা পারভীন

       শৈশবে সেই নরেন্দ্রনাথ
       তুমিই হলে বিবেকানন্দ।

       তুমি ছিলে সমাজ সেবী, 
       ছাত্রাবস্থায় ছিলে মেধাবী

       শৈশবে সেই নরেন্দ্রনাথ
       ছিলে তুমি খুবই দুরন্ত।

      ভয় ছিল না ভূত পেত্নী 
      আর  ব্রম্ভদৈত্য।

     দুষ্টু ছেলে বলে তুমি
     বলতো সবাই  বিলে।
      
     ধর্ম প্রচারের জন্য তুমি
     শিকাগোতে গেলে।
     
     রামকৃষ্ণ দেবের              
     দেহত্যাগের পরে,

     তাঁর বাণী প্রচার করলে
     ছয় বছর ধরে। 

     দেশবাসীর দুঃখ-দূর্দশা 
     উপলব্ধি করে।


স্কুলের নাম- বড়গাছিয়া অঞ্চল পান্নালাল  সিট বালিকা বিদ্যাপীঠ।(উঃ)

নাম-সুহানা পারভীন।
শ্রেণি-পঞ্চম।

Comments

Popular posts from this blog

কানপুরের জগন্নাথ মন্দির

শ্রীরামপুর - এর ইতিহাস ( ভাগ - ১ )